মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এখনই পরীক্ষা বাতিল নয় : শিক্ষামন্ত্রী

Paris
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ৫:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রশ্নপত্র ফাঁস হওয়ার ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখনই পরীক্ষা বাতিল নয়, পূর্ণাঙ্গ তদন্ত শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আজ মঙ্গলবার দুপুরে চারদিনের সরকারি সফরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

 

নাহিদ বলেন, ‘আগে বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হতো। বিজি প্রেসের অনেক কর্মচারী রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এখন আর সেখান থেকে ফাঁস হয় না। এখন ফাঁস হয় স্কুল থেকে। এ জন্য স্কুলের কিছু অসাধু শিক্ষক জড়িত। আর কিছু অভিভাবক টাকা দিয়ে সেসব প্রশ্নপত্র নিজের সন্তানের জন্য কিনে নেন।’ এই ধরনের শিক্ষক ও অভিভাবকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

 

প্রশ্ন ফাঁসের দায়ভার নিজের কাঁধে নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা দুই ঘণ্টা আগে স্কুলে প্রশ্ন পৌঁছে দেই। এরপর সেখান থেকে যদি ফাঁস হয় তাহলে বুঝতে হবে আমাদের শিক্ষকদের নৈতিক অধঃপতন কোথায় গিয়ে নেমেছে।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়