মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অবৈধ অভিবাসী বিষয়ক নীতিমালা নিয়ে বাহরাইনে সংসদীয় বিতর্কের অনুরোধ

Paris
নভেম্বর ১০, ২০২০ ৮:৫৭ পূর্বাহ্ণ

বাহরাইনে অবৈধ অভিবাসীদের বিষয়ে সরকারের নীতিমালা নিয়ে একটি সংসদীয় বিতর্কের অনুরোধ করেছে দেশটির আইনপ্রণেতারা। প্রতিনিধি পরিষদ বা সংসদের নিম্নকক্ষ শিগগিরই আইন প্রণেতাদের এ অনুরোধে ভোট দেবে।

সংবাদ মাধ্যমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ নভেম্বর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বাহরাইনে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার অবৈধ শ্রমিকের বিরুদ্ধে ক্র্যাকডাউন জোরদার করেছে শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বাহরাইনে মোট অবৈধ অভিবাসীদের সংখ্যা আনুমানিক ৫০ থেকে ৫৫ হাজার। এর মধ্যে ৪৮ থেকে ৫০ হাজারই বাংলাদেশি। তবে সরকারের দেয়া সাধারণ ক্ষমার সুবিধা গ্রহণ করে দেশ ত্যাগ ও বৈধ হয়েছে এ পর্যন্ত ২৫ হাজার বাংলাদেশি। অবশিষ্টদের দ্রুত বাহরাইন সরকারের দেয়া সাধারণ ক্ষমার সুবিধা নিতে জোর পরামর্শ দিয়েছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব (লেবার কাউন্সিলর) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

প্রবাসী বাংলাদেশিদের উল্লেখিত বিষয়ে সচেতন ও সহযোগিতা করছে বাহরাইনে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক