শনিবার , ২৪ জুন ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্রাইয়ে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

Paris
জুন ২৪, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ


আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (২৪-২৬/জুন) তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

শনিবার ২৪ জুন সকালে “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ইউএনও ইকতেখারুল ইসলাম।

এসময় ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, কৃষি অফিসার কৃষিবিদ তাপস কুমার রায়, অতিরিক্ত কৃষি অফিসার দিপক কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার কুন্ডু, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, মেলা প্রাঙ্গন আধুনিক মানের করে সাজানো হয়েছে। মেলার মাঝখানে উন্নয়ন ও সমৃদ্ধির নৌকায় প্রদর্শণের জন্য এলাকায় উৎপাদিত কৃষি পণ্য সাজিয়ে রাখা হয়েছে। এছাড়া ২৫টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রকারের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা উপস্থাপন করে সেগুলো সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল সারে নয়টা হতে সন্ধা ছয়টা পর্যন্ত চলবে বলে কৃষি অফিস জানান।

সর্বশেষ - রাজশাহীর খবর