মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সালমান খানের পর ক্যাটরিনাকে হত্যার হুমকি, থানায় মামলা

Paris
জুলাই ২৬, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

সালমান খানের পর এবার ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলিউডের এ তারকা দম্পতি।

আতঙ্কে ক্যাটরিনা ও ভিকি মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছেন। সান্তাক্রুজ থানায় এ ঘটনায় মামলাও করেছেন তারা। পুলিশ মামলার তদন্তে নেমে হুমকি দেওয়া যুবককে চিহ্নিত করে গ্রেফতার করেছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ক্যাটরিনা ও ভিকির অভিযোগ, নাম-পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে ইনস্টাগ্রামে পর্যবেক্ষণ করছিলেন। তিনিই এ দম্পতিকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

ঠিক কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, তা জানা না গেলেও ভিকি-ক্যাটের জীবনে যে তা প্রভাব ফেলেছে সেটা স্পষ্ট।

jagonews24

সম্প্রতি জন্মদিন উদযাপনে সপরিবারে মালদ্বীপ যান ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সেখানে গিয়েও তাদের ভয় তাড়া করে ফিরছিল বলে জানিয়েছেন এ দম্পতির ঘনিষ্ঠসূত্র।

এদিকে, হত্যার হুমকি পাওয়ার পর আতঙ্কে কিছুদিন আগে নিজের কাছে পিস্তল রাখার অনুমতি চেয়েছেন সালমান খান। সেই একই ভয় এখন ছায়া ফেললো ভিকি-ক্যাটের জীবনেও।

পঞ্জাবের গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের পর একের পর এক হুমকি পাচ্ছেন বলিউড তারকারা। সার্বিক বিষয় খতিয়ে দেখছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

 

সুত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - বিনোদন