রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চেলসি কোচ টুখেল করোনা আক্রান্ত

Paris
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ

করোনা আক্রান্ত হয়েছেন ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসির কোচ থমাস টুখেল। এফএ কাপের প্লাইমাউথের বিপক্ষে মাঠের নামার আগে তিনি কোভিড টেস্টে পজিটিভ হন। এক বিবৃতিতে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

চেলসির পক্ষ থেকে ওই বিবৃতিতে আরও জানানো  হয়, টুখেল আইসোলেশনে থাকবেন এবং আগামী সপ্তাহে দলের সঙ্গে তার আবুধাবিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে এফএ কাপে নিজেদের ঘরের মাঠের ডাগআউটে থাকতে না পারলে জয় তুলে নিয়েছে তার শিষ্যরা। টুর্নামেন্টটির চতুর্থ রাউন্ডের ম্যাচে প্লাইমাউথকে ব্লজরা হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।

এফএ কাপের মিশন শেষে আবুধাবির উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল টুখেলের শিষ্যদের। ক্লাব বিশ্বকাপে চেলসি আগামী বুধবার সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাত প্রো লিগের দল আল জাজিরা কিংবা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী আল হিলালের মুখোমুখি হবে।তবে যুক্তরাজ্যের করোনাবিধি অনুযায়ী কেউ কোভিড আক্রান্ত হলে তাকে পাঁচ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা