মঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শেষের পথে ইমন-আইরিনের কাগজ

Paris
অক্টোবর ১৯, ২০২১ ৮:৫৩ পূর্বাহ্ণ

চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন জুটি বেঁধে অভিনয় অভিনয় করছেন ‘কাগজ’ নামের একটি ছবিতে। জুলফিকার জাহেদীর পরিচালনায় ছবিটির সিংহভাগ কাজই শেষের পথে। চলতি বছরেই এটির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন নির্মাতা।

একজন লেখকের মনস্তাত্ত্বিক গল্প নিয়েই ছবিটির কাহিনী তৈরি করা হয়েছে। সেই লেখকের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন লেখক চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে কাগজের মধ্যে লেখা। কাগজের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক আছে। গল্পটি চমৎকার।

ইমনের বিপরীতে রেনু চরিত্রে অভিনয় করছেন আইরিন। তিনি বলেন, রেনু একটি বনেদি পরিবারের মেয়ে। তার পূর্বপুরুষ বনেদি। দারুণ একটি গল্প নিয়ে জুলফিকার জাহেদী ভাই সিনেমাটি নির্মাণ করছেন। আশা করছি, সিনেমাটি নতুন প্রজন্মের দর্শকদের সাড়া জাগাবে।

এতে আরও কয়েকটি চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, রিও, যুবরাজ প্রমুখ।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - বিনোদন