শুক্রবার , ১ অক্টোবর ২০২১ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আজারবাইজানে ইসরাইলের উপস্থিতি, উদ্বিগ্ন ইরান

Paris
অক্টোবর ১, ২০২১ ১০:২৬ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

আজারবাইজান সীমান্তে ইসরাইলের উপস্থিতি রয়েছে দাবি করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। তেহরান জানিয়েছে, তার চিরশত্রু ইসরাইলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তারা। তেলআবিব আজারি সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল্ট ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের।  এ নিয়ে আজারবাইজান সীমান্তে সামরিক মহড়া দিয়েছে ইরান।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে ট্যাংক, হেলিকপ্টার, কামান নিয়ে মহড়া চালাচ্ছেন সেনারা।

ইরান বলছে, গত বছর কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে ৪৪ দিনের যুদ্ধে আজারবাইজান এসব সামরিক সরঞ্জামের সুবিধা নিয়েছে।

তেহরান বলছে, আজারবাইজান সীমান্তে ইসরাইল ও ইরানের উপস্থিতি উদ্বেগজনক হারে বেড়েছে।

ইরানের জানিয়েছে, এ অঞ্চলে প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালানো হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার তেহরানে আজারবাইজানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে ইরান।  পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহহিয়ান আজারি রাষ্ট্রদূতকে সতর্ক করেন।  এ সময় তিনি এই অঞ্চলে জাতীয় নিরাপত্তার স্বার্থে ইহুদি রাষ্ট্রের উপস্থিতি সহ্য করা হবে না বলেও জানান।

সূত্র:যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক