বুধবার , ৭ জুলাই ২০২১ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আড়ানী পৌর মেয়র মুক্তারের বিরুদ্ধে তিনটি মামলা

Paris
জুলাই ৭, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:



রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটককৃত মেয়রের স্ত্রী জেসিমিন ও দুই ভাতিজাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন- বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি নজরুল ইসলাম। তিনি জানান- একটি মামলা দায়ের করেছেন- পল্লী চিকিৎসক মনোয়ারুল ইসলাম। অপর দুটি পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) গভীর রাতে মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, চারটি অগ্নেঅস্ত্র, এর মধ্যে একটি বিদেশী পিস্তাল, ৪৩টি গুলি, ব্যবহৃত চরটি। এছাড়া ২০ পিস ইয়াবা (২০০ গ্রাম), গাঁজা ১০ গ্রাম, হেরোইন ০. ৭ গ্রাম, দুটি চেক- এর একটি দেড় লাখ ও অপরটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। পুলিশ অস্ত্র, মাদক ও চেকগুলো উদ্ধার করে।

ওসি নজরুল ইসলাম জানান, এই মামলা আটককৃত  স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া মেয়র মুক্তাকে পলাতক দেখানো হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর