বুধবার , ১৬ ডিসেম্বর ২০২০ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাচোলে মহান বিজয় দিবস পালিত

Paris
ডিসেম্বর ১৬, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ

নাচোল প্রতিনিধি: সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।এ-উপলক্ষে সরকারী, বেসরকারী,শিক্ষা প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন সমুহে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিলো স্মৃতিশোধে পুস্পুস্তবক, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিককৃতিত্বে পুস্প মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা র‌্যালী ও ধর্মীয় উপাসনালয়ে বিষেশ মোনাজাত এবং প্রার্থনা করা হয়।

বুধবার সুর্যদ্বয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ মাঠে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ, নাচোল পৌরসভা, নাচোল থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৭ টায় নাচোল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিককৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুলতানা পাপিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ উপজেলা প্রসাসনের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেচ্চাসেবী সংগঠনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮ টায় নাচোল উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, র‌্যালী, ও দোয়া অনুষ্ঠিাত হয়। উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু।

স/রি

সর্বশেষ - রাজশাহীর খবর