শনিবার , ১৪ নভেম্বর ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

উত্তরায় ৭ ফার্মেসির সবগুলোতেই মেয়াদোত্তীর্ণ-অনুমোদনহীন ওষুধ

Paris
নভেম্বর ১৪, ২০২০ ৬:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

রাজধানীর বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ শনিবার উত্তরায় সাতটি ফার্মেসিতে অভিযানে মিলেছে ক্যান্সার, হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ সময় লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে একটি ফার্মেসি।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। তিনি জানান, কোনো ফার্মেসিতেই স্বীকৃত ফার্মাসিস্ট নেই। এসব দোকানে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ। লাইসেন্স না থাকায় সিলগালা করে দেওয়া হয় ফার্মেসিগুলো।

মহাপরিচালক বলেন, ‘আমরা তাদের কাছে জানতে বিস্তারিত চাইব, তাদেরকে এটার উত্তর দিতে হবে। সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

মহাপরিচালক জানান, ফার্মেসির লাইসেন্স বাতিলসহ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা ১০ বছরের কারাদণ্ড হতে পারে অপরাধীদের। এমন অভিযান নিয়মিত পরিচালনা করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

 

সূত্র: আমাদেরসময়

সর্বশেষ - জাতীয়