রবিবার , ১৯ জুলাই ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের নতুন রেকর্ড

Paris
জুলাই ১৯, ২০২০ ১০:১০ পূর্বাহ্ণ

মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। বিশ্বের ২১৩টি দেশে ত্রাস ছড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসটি। চারটি দেশে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। তাতে আক্রান্ত ও মৃতের আগের সব রেকর্ড ভেঙে যাচ্ছে।

গেল ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ২ লাখ ৫৯ হাজার ৮৪৮ জন করোনা আক্রান্ত হয়েছে। যা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ।

এর আগে শুক্রবার রেকর্ড ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছিল। সেখান থেকে আক্রান্তের সংখ্যা এক লাফে আড়াই লাখ ছাড়িয়ে গেল।

দৈনিক আক্রান্তের সংখ্যা এখনো সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৪৯৯ জন। গেল দুইদিনে বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৭৩ জন। ব্রাজিলে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৫৯ জন। ভারতে ৩৪ হাজার ৮২০ জন ও দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ৩৭৩ জন।

শুধু আক্রান্ত নয়, মৃতের সংখ্যায়ও হয়েছে নতুন রেকর্ড। এতোদিন বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু শনিবার সেটি ছাড়িয়ে গেছে সেই কোটা। মারা গেছে রেকর্ড ৭ হাজার ৩৬০ জন। যা ১০ মে এর পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। চলতি মাসে বিশ্বব্যাপী দৈনিক মৃতের গড় ৪ হাজার ৮০০। যেটা জুনে ছিল ৪ হাজার ৬০০।

স/রা

সর্বশেষ - আন্তর্জাতিক