বুধবার , ১ জুলাই ২০২০ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিয়ামতপুরে স্বামীর উপর্যপরি কেঁচির আঘাতে স্ত্রী খুন

Paris
জুলাই ১, ২০২০ ১০:৩৫ পূর্বাহ্ণ

কাজী কামাল হোসেন, নওগাঁ ঃ

নওগাঁর নিয়ামতপুরে স্বামী টানি মিয়া(২২) কাপড় কাটা কেঁচি দিয়ে উপর্যপরি আঘাত করে স্ত্রী জেবা খাতুনকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০১ জুলাই) সকালে নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়নে ধানশা গ্রামে স্ত্রীর বাবা আবুল কালাম আজাদের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

এঘটনায় স্বামী সালাউদ্দিন টনিকে আটক করেছে থানা পুলিশ। আটক সালাউদ্দিন টনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মুরাদনগর গ্রামের আজিজুল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন সোমবার টনি মিয়া স্ত্রী জেবা খাতুনকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। প্রতিদিনের মতো খাবার শেষে ৩০ জুন মঙ্গলবার রাতে সবাই শুয়ে পড়েন। বুধবার (১ জুলাই) সকাল ৬টার দিকে স্বামী টনি মিয়া কাপড় কাটা কেঁচি দিয়ে স্ত্রী জেবা খাতুনকে গলায় একের পর এক আঘাত করে জখম করে। এরপর স্থানীয়দের সহায়তায় গুরুত্বর আহত জেবা খাতুনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের বাবা মা নিয়ামতপুর থানায় অবস্থান করছেন এবং এবিষয়ে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - রাজশাহীর খবর