রবিবার , ১৫ মার্চ ২০২০ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রিটেইল স্টোর বন্ধ ও অনুদানের ঘোষণা অ্যাপলের

Paris
মার্চ ১৫, ২০২০ ৭:৫৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

চীন ব্যতীত বিশ্বের অন্যান্য সকল দেশে নিজেদের সব রিটেইল স্টোর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট কোম্পানি অ্যাপল। এছাড়াও সারা বিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাস মোকাবিলায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে চীনে করোনার প্রাদুর্ভাব কমে আসায় সেখানে এ সিদ্ধান্ত কার্যকর হবে না।

গতকাল শনিবার অ্যাপলের সিইও টিম কুকের দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ‘রয়টার্স’ ও চীনা সংবাদমাধ্যম ‘সিনহুয়া’।

গতকাল শনিবার টিম কুক এক টুইট বার্তা লিখেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৭ মার্চ পর্যন্ত বৃহত্তর চীন ছাড়া অন্যান্য সকল দেশের রিটেইল স্টোর বন্ধ থাকবে এবং করোনাভাইরাস মোকাবিলায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়া হবে।’

এখন পর্যন্ত ইসরায়েলে ২০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এ প্রকাশিত তথ্য মতে, বিশ্বের প্রায় ১২৭টি দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৫ হাজার ৮৩৯ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭৯৯ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৭৫ হাজার ০২৩ জন আর এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৭৫ হাজার ৯৩৭ জন।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি