মঙ্গলবার , ১৯ জুলাই ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বকশীগঞ্জে অদ্ভুত প্রাণীর কামড়ে ২৫ শিশুসহ আহত ৫০

Paris
জুলাই ১৯, ২০১৬ ৯:০৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাঘের মতো দেখতে এক প্রাণীর আতঙ্ক দেখা দিয়েছে। প্রয়োজন ছাড়া কেউই ঘর হতে বের হচ্ছেন না।

 

গত ৩ দিনে উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় অর্ধশতাধিক মানুষ এই অদ্ভুত প্রাণীটির আঘাতের শিকার হয়েছেন।

 

স্থানীয়রা জানান, কুকুর ও শিয়ালের মাঝামাঝি এই প্রাণীকে অনেকেই বলছেন ভারত থেকে আসা নেকড়ে বাঘ জাতীয় প্রাণী। কারণ, সাধারণত কুকুর পায়ে অথবা পায়ের উপরের অংশে কামড় দেয়। কিন্তু এই প্রাণী মানুষের মুখে অথবা বুকের মধ্যে কামড় দিয়ে মাংস তুলে নেয়।

 

প্রাণীটির আঘাতে আহত হয়ে শেরপুর হাসপাতালে চিকিৎসাধীন মোশারফ (১৪) জানান, এটি দেখতে কুকুরের মতো হলেও আসলে কুকুর মনে হয়নি। লেজটি অনেক লম্বা এবং গায়ে চিতা বাঘের মত দাগ রয়েছে। এটি লাফ দিয়ে ঘাড়ে বা মুখে আঘাত করে।

 

এই আতঙ্কে সোমবার রাতে দু’টি লংঘরকে ধরে মেরে পেলে স্থানীয় জনতা।

 

বকশীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান জানান, অনেকেই কুকুরের কথা বললেও আঘাত দেখে কুকুর মনে হয়নি। তারপরেও স্থানীয় পুলিশ প্রশাসনকে এটি ধরতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনও জানান, সেই প্রাণীটিকে ধরতে চেষ্টা অব্যাহত আছে।

সূত্র: বাংলা নিউজ

 

সর্বশেষ - জাতীয়