মঙ্গলবার , ১২ মার্চ ২০১৯ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাকসু নির্বাচন: ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানসহ ১৪ দাবি ছাত্রদলের

Paris
মার্চ ১২, ২০১৯ ৭:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্বে ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিতসহ ১৪টি দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে অনুষ্ঠিত রাকসু সংলাপ কমিটির সভায় অংশ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা এসব দাবি জানান।

এ বিষয়ে জানতে রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘নেতাকর্মীদের দাবির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

নেতাকর্মীদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের জন্য ছাত্র সংগঠন ও সর্বদলীয় শিক্ষকদের সমন্বয়ে পরিবেশ পরিষদ গঠন করতে হবে, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কর্মকা-ের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, ক্যাম্পাস ও হল থেকে পুলিশ ক্যাম্প প্রত্যাহার করা, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের দ্বারা ভোটার তালিকা প্রণয়ন করা, নির্বাচনের পূর্বে আবাসিক হলে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করা, নির্বাচনকে সুষ্ঠু করতে সকল মতাদর্শের সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট সর্বদলীয় নির্বাচনী পর্যবেক্ষক গঠন করা ইত্যাদি।

সংলাপ শেষে সংগঠনটির রাবি শাখার যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। কিন্তু সংলাপ কমিটি তাৎক্ষণিক কোনো আশ্বাস দিতে পারেনি।’

বিকেল সাড়ে ৩টা থেকে সংলাপ শুরু হয়। এ সময় সংলাপ কমিটির সদস্য সচিব আবু সাঈদ মো. নাজমুল হায়দার, রাকসুর কোষাধ্যক্ষ মীর ইমাম ইবনে ওয়াহেদ এবং ছাত্রদলের পক্ষ থেকে রাবি শাখার যুগ্ম সম্পাদক রাশেদ আলী, সামসুদ্দিন চৌধুরী সানিন, প্রচার সম্পাদক মেহেদি হাসান খান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শুরু করে রাকসু সংলাপ কমিটি।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর