শনিবার , ৯ মার্চ ২০১৯ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বনভোজনে মেয়র লিটনকে সম্মাননা ক্রেস্ট প্রদান, পুরস্কার বিতরণ করলেন রেনী

Paris
মার্চ ৯, ২০১৯ ৭:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার অফির্সাস বনভোজন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সারদা পুলিশ একাডেমিতে এ বনভোজনের আয়োজন করা হয়।

এতে আমন্ত্রিত অতিথি উপস্থিত হিসেবে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মেয়রপত্নী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

জানা গেছে, শনিবার সারদা পুলিশ একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার অফির্সাস ও তাদের পরিবারেরর সদস্যদের নিয়ে দিনব্যাপী বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে মেয়র লিটনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার কমান্ডার মেজর জেনারেল সাইফুল আলম, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

বনভোজনে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোঃ নজিবুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তারসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর