বুধবার , ২৯ আগস্ট ২০১৮ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাকরিতে প্রবেশের বয়স বাড়ছে না: অর্থমন্ত্রী

Paris
আগস্ট ২৯, ২০১৮ ১০:৫১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস, নির্বাচনের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমায় কোনো পরিবর্তন আসবে না।’ সরকারি চাকরিতে প্রবেশের জন্য বয়সসীমা বাড়িয়ে সরকার ৩২ বছর করতে পারে বলে গণমাধ্যমে খবর প্রকাশের মধ্যেই অর্থমন্ত্রীর এমন প্রতিক্রিয়া জানালেন।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হতে পারে। তিনি ওই সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন।

এ দিকে বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর এবং অবসরের বয়সকাল ৫৯ বছর। চলতি বছরের জুনে একটি সংসদীয় কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ এবং অবসরের বয়সকাল ৬৫ বছর করার সুপারিশ করেছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এক বৈঠকে এই সুপারিশ করেছিল এবং পরে সংসদ সচিবালয় এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের পাশাপাশি বয়সসীমা বাড়াতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের মাঝে ওই সুপারিশ এসেছিল।

সর্বশেষ - জাতীয়