৯৯৯-এ ফোন, রাজশাহীতে গাছে আটকে পড়া কাক উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকায় উঁচু গাছ থেকে সুতোয় আটকানো একটি কাক উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তারা এ উদ্ধার কাজ পরিচালনা করেন।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাকটি উদ্ধার করে।

জানা যায়, মহানগরীর লক্ষ্মিপুর এলাকায় রুপালী ব্যাংক এর সামনের গাছে কোন এক সময় সুতার সঙ্গে একটি কাক আটকা পড়ে। কাকটি অনেক চেষ্টা করে তাকে উদ্ধারের জন্য। কিন্তু সে যতই চেষ্টা করে মুক্তির জন্য ততই তার পাখা সুতার সঙ্গে আটকে যেতে থাকে। সকালে হঠাৎ করে একই এলাকার উজ্জল হোসেনের চোখে পড়ে কাকটির অসহায়ত্ব।

তিনি কাকটি উদ্ধারের জন্য প্রথমে ৯৯৯ এ ফোন দেন, তারপর সেখান থেকে নাম্বার নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা করে কাকটিকে উদ্ধার করে পুলিশের একজন এসআই ও  ফোন করে খবর দেওয়া যুবক উজ্জ্বল হোসেনের তত্ত্বাবধানে দেওয়া হয়।