২৮ আগস্ট পেট্রলপাম্পে কর্মবিরতির হুমকি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, বাস্তবতার নিরিখে তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরি ভাড়া বৃদ্ধিসহ ১২ দফা দাবি মানার জন্য সরকারকে ২৮ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

 

এ সময়ের মধ্যে দাবি না মেনে নিলে ২৮ আগস্ট সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সারা দেশে পেট্রলপাম্প, ট্যাংকলরি এবং ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুমকি দিয়েছেন নেতারা।

 

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলে একটি হোটেলে সংবাদ সম্মলনে সংগঠনটির নেতারা এ কর্মবিরতির হুমকি দেন।

 

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা আরো বলেন, ‘২৮ আগস্ট এই কর্মসূচির পরও সরকার কোনো পদক্ষেপ না গ্রহণ করলে পরবর্তী সময়ে কর্মসূচি হিসেবে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা আসতে পারে।’

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।

 

সূত্র : এনটিভি