১৫ দফা দাবিতে বাগাতিপাড়ায় কৃষক সমিতির মানব বন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানব বন্ধন করেছে জাতীয় কৃষক সমিতি ও আখচাষী সমিতি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে তারা এ মানব বন্ধন কর্মসূচী পালন করে। মানব বন্ধন শেষে  কৃষক নেতৃবৃন্দ  ১৫ দফা দাবিতে ইউএনও প্রিয়াংকা দেবী পালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন। 
১৫ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে আখচাষীদের বকেয়া আখের মূল্য পরিষদ, প্রতিমণ আখের মূল্য ২’শ টাকা নির্ধারণ,পূর্ববর্তী সরকারের ঘোষনা মোতাবেক পুকুর,বাড়ি, বাগান সহ ২৫ বিঘার নিচে জমির খাজনা মওকুফ, পাটের ন্যায্য মূল্য প্রতি মণ ৪ হাজার টাকা নিশ্চিত করণ, বড়াল, মুসাখাঁ ,নারদ নদীর বিভিন্ন জায়গায় সকল বাঁধ অপসারনের মাধ্যমে নদীর নাব্যতা সৃষ্টি করে নদীর পানি সকল ক্ষেত্রে ব্যবহার উপযোগী করা ,সরকারী ফি অনুসারে জমি রেজিস্ট্রেশন করার ব্যবস্থা গ্রহন।
এসময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল হাদী, নাটোর সুগারমিলস আখচাষী সমিতির সভাপতি আব্দুল করিম, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি তোসাদ্দেক সরকার তিতাস, উপজেলা ওয়ার্কার্স পার্টির সহ সভাপতি মশিউর রহমান মানিক,উপজেলা যুবমৈত্রীর সভাপতি মশিউর সরকার, আখচাষী শাজাহান আলী প্রমূখ।