হুদা কমিশনের শেষ নির্বাচন আজ

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের নির্ধারিত মেয়াদের শেষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। আগামী ১৪ ফেব্রুয়ারি এ কমিশনের পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ধাপে ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এরপর সাংবিধানিক প্রতিষ্ঠানটির দায়িত্ব নেবেন সার্চ কমিটির প্রস্তাবিত প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার। তাদের অধীনে পরিচালিত হবে পরবর্তী সব নির্বাচন।

গত ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি শপথ নেওয়া বর্তমান নির্বাচন কমিশনের অধীনে শেষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। অষ্টম ধাপে ৭টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দিয়েই শেষ হচ্ছে দশম ইউপি নির্বাচন।

 

সূত্রঃ কালের কণ্ঠ