হিজড়াদের সাবলম্বি করতে পুলিশ কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

পিছিয়েপড়া হিজড়া জনগোষ্টিদের সাবলম্বি করতে ব্যাতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি রংপুরের হিজড়াদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২০ জনকে ২০টি সেলাই মেশিন বিতরণের মাধ্যমে তাদের সাবলম্বি করার উদ্যোগ নেন।

এরই মধ্যে ১২টি সেলাই মেশিন সংগ্রহ করেছেন ওই পুলিশ কর্মকর্তা। আরো ৮টি সংগ্রহের জন্য তিনি তার ফেসবুক পেজে বন্ধুদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান তার ফেসবুকে লিখেন, ‘স্বপ্ন পুরন এগিয়ে যাচ্ছে।এ পর্যন্ত১২ টি সেলাই মেশিন কিনেছি।আর ৮টি হলেই আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু। প্লিজ কেউ এগিয়ে আসুন।’

জানা গেছে, এই স্বপ্ন পূরণ হলো, সেটি যিনি হিজড়াদের সাবলম্বি করার উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন।

জানতে চাইলে সাইফুর রহমান বলেন, হিজড়া জনগোষ্টি সমাজে অবহেলিত। তারাও মানুষ। তাদেরও সমাজে সমান অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে ক্রমেই পিছিয়ে পড়েছেন। এর ফলে সমাজও পিছিয়ে পড়বে। তাই হিজড়াদের সাবলম্বি করতে তিনি নানা উদ্যোগ বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এর প্রধম ধাপ হলো হিজড়াদের মাঝে সেলাই মেশিন বিতরণ।’

স/আর