স্লাইডিং ক্যামেরা ফোন আনছে শাওমি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার ভিভো ও অপ্পোর পথ ধরে হাঁটছে শাওমি। তাদের নতুন মডেল এমআই মিক্স৩ ফোনে থাকবে না কোনো বেজেল ও ফ্রন্ট  সেন্সরগুলোও প্রয়োজন মতো স্লাইড করে বের হবে।

এমনটাই দেখা গেছে ফাঁস হওয়া একটি ছবিতে। চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে ছবিটি প্রকাশিত হয়। ছবিটি আপলোড করা হয়েছে কোম্পানির প্রেসিডেন্ট লিন বিনের অ্যাকাউন্ট থেকে। ফলে সেটি গুজব হবার সম্ভাবনা খুবই কম।

তবে খুব দ্রুতই বাজারে আসছে না এমআই মিক্স৩। আগামী অক্টোবরের শেষে ফোনটি উন্মোচন করা হতে পারে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম ও অ্যান্ড্রয়েড ৯ পাই থাকার কথা রয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, ফোনটির স্লাইডারে ক্যামেরার পাশাপাশি আছে আরও কিছু সেন্সর। ইনফ্রারেড ফেইস স্ক্যানার, বা আইরিশ স্ক্যানার থাকার সম্ভাবনা খুবই বেশি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত শাওমি এই ডিজাইনেই ফোনটি বাজারে আনে কিনা।

জিএসএমএরিনা অবলম্বনে