১২ সেপ্টেম্বরের জন্য অ্যাপলের আমন্ত্রণ পত্র বিলি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বার্ষিক আইফোন ইভেন্টের জন্য আমন্ত্রণ পত্র বিলি করা শুরু করেছে অ্যাপল।

২০১৮ সালের আইফোনগুলো উন্মোচন করা হবে ১২ সেপ্টেম্বর। ইভেন্টটির আয়োজন করা হয়েছে অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে।

আমন্ত্রণ পত্রটির ওপরে একটি গোলাকার বৃত্তের ছবিতে লেখা হয়েছে, গ্যাদার রাউন্ড। তার নিচে সোনালী রঙের ছোট হরফে লেখা আছে ইভেন্টের স্থান ও সময় সূচী।

পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর ধারণা, গোলাকার বৃত্তটির মাধ্যমে কয়েকটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে অ্যাপল।

যেমন অ্যাপলে স্পেসশিপ ক্যাম্পাসের আকার গোল। অ্যাপল পার্ক ক্যাম্পাসটির নকশা গোলাকার হওয়ার কারণেই গ্যাদার রাউন্ড শব্দটি লেখা হয়েছে।

Capture
বৃত্তটি আঁকতে ব্যবহার করা হয়েছে গোল্ডেন ও কপার কালার। তাই ধারণা করা হচ্ছে, নতুন আইফোনগুলো গোল্ডেন ও কপার রঙে ছাড়া হবে।

আগামীতে আইফোনে হোমবাটন না থাকার সম্ভাবনাই বেশি। চলতি বছরই শেষ বারের মতো দেখা যেতে পারে গোলাকার হোম বাটন। এ বছর অন্তত একটি আইফোনে ফেইস আইডি ফিচার রাখছে অ্যাপল।

আইফোনের সঙ্গে নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ৪ উন্মোচন করা হবে।  অ্যাপল ওয়াচকে বরাবরই চারকোনা নকশায় দেখা গেছে। এবার এই ডিজাইনে কিছুটা পরিবর্তন আসতে পারে। অ্যাপল ওয়াচ সিরিজ ৪ দেখা যেতে পারে চারকোনা নকশায়।
ধারণা করা হচ্ছে, এবার তিনটি আইফোন উন্মোচন করবে অ্যাপল। এর সঙ্গে ইভেন্টে অ্যাপল ওয়াচ সিরিজ ৪ ও আইপ্যাড প্রো বাজারে আনারও ঘোষণা দেওয়া হবে।
গ্যাজেটস নাউ অবলম্বনে