এ বছর আসছে না পিক্সেল ওয়াচ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুগল এবছর তাদের পিক্সেল ওয়াচ বাজারে আনছে না।

ধারণা করা হয়েছিলো, অ্যাপল ওয়াচ সিরিজ ৪ এর সঙ্গে টেক্কা দিতে নিজেদের পিক্সেল ওয়াচ বাজারে আনবে ইন্টারনেট জায়ান্টটি। কিন্তু সেই আশায় গুড়ে বালি।

শুক্রবার হার্ডওয়্যার রিকমেন্ডেশন ওয়েবসাইট টম’স গাইডে দেওয়া এক সাক্ষাৎকারে গুগলের ওয়্যার ওএসের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং মাইলস বার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখনও আমরা নিজস্ব পরিধেয় পণ্য আনার মতো অবস্থায় পৌঁছাতে পারিনি।

ঘড়ি নির্মাতা কোম্পানি ফোসিল, ট্যাগ হিউয়ের, মাইকেল কর্স তাদের ফোনে গুগলের  ওয়্যারওএস সফটওয়্যার ব্যবহার করছে। তাই আপাতত  গুগলের এখন যাবতীয় মনোযোগ নিজেদের স্মার্টওয়াচ পার্টনারদের দিকে।

স্মার্টওয়াচ না আনার একটা কারণ হতে পারে ওয়্যারওএস সফটওয়্যার। সম্প্রতি অনুষ্ঠিত আইএফএ ইভেন্টে  ওয়্যারওএস আনার ঘোষণা দেওয়া হয়। এ থেকে ধারণা করা হচ্ছে, গুগল পরিধেয় বাজারে হার্ডওয়ার পণ্য আনার চেয়ে সফটওয়্যার পণ্য আনতেই বেশি মনোযোগী।

ম্যাশেবল অবলম্বনে