রবিবার , ৭ মার্চ ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তি পাচ্ছে জয়ার ‘অতলাচক্র’

Paris
মার্চ ৭, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন সিনেমা অতলাচক্রের টিজার মুক্তি পেয়েছে। মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে আহমেদ ছফার লেখা বিখ্যাত উপন্যাস অতলাচক্র নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমার টিজার শেয়ার করে নিজের ইন্সটাগ্রামে জয়া লিখেছেন “উনিশশো একাত্তর মহাসিন্ধুর কল্লোল। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র #অলাতচক্র । আগামী ১৯ মার্চ,২০২১ -এ।” ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গা শিউরে ওঠা ঘটনা নিয়েই লেখা আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘অলাতচক্র’। যা সর্বপ্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়। সেই উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বাংলা সিনেমা ‘অলাতচক্র’।

সিনেমায় আহমেদ রুবেল ও জয়া আহসান ছাড়াও রয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা গাজী মাহতাব হাসান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আরও অনেকে। অতিথী শিল্পী হিসেবে অভিনয় করেছেন ‘খাঁচা’র চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। সিনেমা পরিচালনা করছেন হাবিবুর রহমান।

রাজকাহিনী, বিসর্জনের মতন সিনেমায় কাজ করার পর অনেক আগেই দর্শকদের ও পছন্দের অভিনেত্রীর তালিকায় চলে এসেছেন জয়া আহসান। নিজের সুদক্ষ অভিনয় দিয়ে তিনি মন জয় করেছেন দুপারের অজস্র দর্শকের।

সূত্র: কালের কন্ঠ

সর্বশেষ - বিনোদন