শুক্রবার , ১ অক্টোবর ২০২১ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সেই ছয় ফিলিস্তিনি বন্দীকে ভিন্ন কারাগারে প্রেরণ, বিচার শুরু রবিবার

Paris
অক্টোবর ১, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরের হেব্রোনের কারাগার থেকে পালানো সেই ছয় ফিলিস্তিনিকে এবার ভিন্ন কারাগারে পাঠালো ইসরায়েল। বন্দীদের আইনজীবী খালিদ মাহাজনা গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান। এতে বলা হয়েছে, বন্দীদের ভ্ন্নি ভিন্ন কারাগারে নির্জন কারাবাসে রাখা হয়েছে। জেল পালানোর অভিযোগে রবিবার থেকে তাদের বিচার শুরু করা হবে। খবর মিডল ইস্ট মনিটরের।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর উত্তর ইসরায়েলের উচ্চ নিরাপত্তাযুক্ত গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গপথে পালিয়ে যায় ছয় ফিলিস্তিনি বন্দী। পরে তাদের অভিযানে চালিয়ে গ্রেফতার করে ইসরায়েল। যদিও এই অভিযানের বিপুল অর্থ ব্যয় দেশটির। ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ জানায়, ওই বন্দীরা তাদের সেলের টয়লেটের ফ্লোরে খুঁজে পাওয়া এক সুড়ঙ্গপথে পালিয়ে যায়। ২০০৪ সালে কারাগারটি নির্মাণের সময় ওই সেলের টয়লেট পর্যন্ত এই সুড়ঙ্গ করা হয়েছিলো।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক