বৃহস্পতিবার , ২০ ডিসেম্বর ২০১৮ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিরিজ বাঁচানো ম্যাচের আগে সাকিবের জ্বর

Paris
ডিসেম্বর ২০, ২০১৮ ৯:৪৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুঃসময় যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। চোট ও অসুস্থতা তার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ইনজুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজেই মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার। সিলেটে প্রথম টি ২০ ম্যাচের আগেরদিন বাঁ-পায়ের অগ্রভাবে চোট পেয়ে অনুশীলন করতে পারেননি তিনি।

ম্যাচের দিন আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে জরিমানাও গুনতে হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আরেকটি শঙ্কার খবর। এবার জ্বরের কবলে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। বুধবার অনুশীলন করতে মাঠে এসে হালকা জ্বর অনুভব করেন। শরীর গরম থাকায় অনুশীলন না করেই মাঠ ছাড়েন অধিনায়ক। আগের ম্যাচে দলের সেরা পারফরমারের অসুস্থতার খবর বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাগতিকদের জন্য। আজ সাকিবের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

প্রথম ম্যাচে একাই ক্যারিবীয়দের বিপক্ষে লড়েছেন সাকিব। খেলেছেন ৬১ রানের দারুণ এক ইনিংস। কাল সাকিব কেন অনুশীলন করলেন না? সংবাদ সম্মেলনে সৌম্য সরকারের সঙ্গে আসা বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিস্তারিত কিছু বললেন না।

সাকিবের সংবাদ সম্মেলনে না আসা প্রসঙ্গে রাবিদ বলেন, ‘তেমন কোনো কারণ নেই। অধিনায়ককেই আসতে হবে এমন বাধ্যবাধকতা নেই। এখানে পছন্দের ব্যাপার আছে। এই সিরিজেই হয়তো সে আসবে।’

পরে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানাল তার জ্বর হয়েছে। কিন্তু জ্বর ঠিক কী ধরনের তা জানার জন্য আজ সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাকিবের শারীরিক অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘সর্দি-কাশি নেই। অন্য কোনো লক্ষণও বোঝা যাচ্ছে না। শুধু গা গরম হয়েছে। তবে তাপমাত্রা খুব বেশি না। ১০০-র মতো। রাতে অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়া যাবে ওষুধ খেতে হবে কি না।’

দলীয় একটি সূত্র জানিয়েছে, এরকম অবস্থা থাকলে তার খেলতে কোনো সমস্যা হবে না। আইপিএল নিলামের পর হেটমায়ারদের হাসি আগেরদিন ওয়েস্ট ইন্ডিজের ছয় ক্রিকেটার ১৭ কোটি রুপিতে বিক্রি হয়েছেন আইপিএলের নিলামে। বাংলাদেশ সফরে গেল চার সপ্তাহে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে উধাও হয়ে গিয়েছিল তাদের হাসি। সিলেটে প্রথম টি ২০ হেসেখেলে জিতে এবং আইপিএলের নিলামে মোটা অঙ্কে বিক্রি হয়ে হাসি ফিরে এসেছে তাদের মুখে।

আইপিএলের নিলামে বিক্রি হওয়া শিমরন হেটমায়ার, কার্লোস ব্রাফেটদের মুখেই যে শুধু হাসি ফিরেছে তা নয়, ক্যারিবীয় বাঁ-হাতি ফাস্ট বোলার শেলডন কটরেলেরও আত্মবিশ্বাস ফিরেছে। সিলেটে কটরেল ক্যারিয়ারসেরা বোলিংয়ে চার উইকেট পেয়েছেন ২৮ রান দিয়ে।

শাই হোপ ২৩ বলে অপরাজিত ৫৫ রান করেন ছয়টি ছয়ের সহায়তায়। ১৪ বলে ২৮ রান করেন কিমো পল। আট উইকেটে প্রথম টি ২০ জেতা ওয়েস্ট ইন্ডিজ যেন হাওয়ায় উড়ছে। ক্ষুদে ফরম্যাটে তারা যে প্রতাপশালী, টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এই দর্পচূর্ণ করার দায়িত্ব এখন সাকিব, তামিমদের। ঢাকায় শেষ দুটি ম্যাচে ওদের রোখাই স্বাগতিকদের জন্য চ্যালেঞ্জ।

সর্বশেষ - খেলা