সিরিজ জয়ে ভারতের প্রয়োজন ১৫৪ রান

সিল্কসিটি নিউজ ডেস্ক:

১৫৪ রান করলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে ভারতের। সিরিজ বাঁচাতে নেমেও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেলেও রান সংগ্রহের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড।

ইনিংসের প্রথম ৫ ওভারে ১১.২০ গড়ে ১ উইকেটে ৫৬ রান করে নিউজিল্যান্ড। কিন্তু এরপর সেই হারে স্কোর বোর্ডে রান জমা করতে পারেননি কিউই ব্যাটসম্যানরা।

ওপেনিংয়ে মাত্র ২৬ বলে ৪৮ রানের জুটি গড়েন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারেল মিচেল। এরপর আর কোনো বড় জুটি গড়তে পারেননি কিউই ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়া সম্ভব হয়নি।

গাপটিল মাত্র ১৫ বলে তিন চার ও ২ ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন। ২১ বলে ৩ ছক্কা আর এক চারে ৩৪ রান করেন গ্লেন ফিলিপস। ২৮ বলে ৩১ রান করেন আরেক ওপেনার ড্যারেল মিচেল। ১৭ বলে ২১ রান করেন মার্ক চ্যাম্পবেল।

মূলত গাপটিল, গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ের কারণেই ৬ উইকেটে ১৫৩ রান তুলতে সমর্থ হয় নিউজিল্যান্ড।

ভারতের হয়ে ২৫ রানে ২ উইকেট নেন অভিষিক্ত হার্সেল প্যাটেল। একটি করে উইকেট নেন, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটল ও দিপক চাহার।

সূত্র:যুগান্তর