সেই সিরিয়ান গায়ককে মুক্তি দিল তুরস্ক

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সিরিয়ান গায়ক ওমর সোলেমানকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে তুরস্ক। ওমর সোলেমানের ম্যানেজার ও স্থানীয় নিরাপত্তা সূত্র শুক্রবার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বলে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

কুর্দি মিলিশিয়াদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইদিন আগে তাকে আটক করা হয় বলে আল আরাবিয়া জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর কাছে বিবৃতি দেওয়ার পর সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের সানলিউরফা প্রদেশের একটি আদালত তাকে বিনা শর্তে মুক্তি দেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আল আরাবিয়া জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলে ওমর বিয়েসহ বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন।  এরপর আপবিট ইলেক্ট্রনিক মিউজিকের মাধ্যমে সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে।

বজর্ক এবং ফোর টেটের মতো বিশ্বখ্যাত গায়কদের সঙ্গে তিনি বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন। ব্রিটেনের গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল এবং ২০১৩ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আয়োজিত একটি কনসার্টেও গান গেয়েছেন তিনি।

সিরিয়া থেকে পালিয়ে আসা প্রায় ৩৬ লাখ শরণার্থীর মধ্যে ওমর সোলেমান একজন। তিনি প্রায় এক দশক ধরে তুরস্কের সানলিউরফা প্রদেশের বাস করছেন।

সূত্র:যুগান্তর