সিরাজগঞ্জে ২ ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদরে উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইলকোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানাকে ১ লাখ জরিমানা করেছেএক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তানজিল পারভেজ এবং স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সকালেএক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

প্রতিষ্ঠান দুটি হলো যমুনা ফ্লাওয়ার ফুডস্কে মেয়াদ উর্ত্তীণ লবণ ব্যবহার করে খাবার তৈরির অপরাধে এবং এনজেল ফুডস্ বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের দায়ে উভয়কে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করেন।

জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেনত, সদর থানাধীন দেওয়ান তোফাজ্জল হোসেনের ছেলে, দেওয়ান শহীদুজ্জামান(৪২) এবং রামগাতী বেলকুচি রোড সিরাজগঞ্জ সদর থানাধীন  আবুল হোসেনের ছেলে মোঃ হাবিব(৩০)। পরে তাদের থেকে জরিমানা আদায় করা হয়।