সিরাজগঞ্জে বর-বউয়ের বাবার অর্থদণ্ড, কাজী পলাতক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে বর ও বউয়ের বাবাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার পর থেকে কাজী পলাতক রয়েছেন।

মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এ আদেশ দেন।দণ্ডিতরা হলেন- সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পশ্চিম দত্তবাড়ী গ্রামের শহিদুল ইসলাম ও একই গ্রামের আবু সাঈদ।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পশ্চিম দত্তবাড়ী গ্রামে দশম শ্রেণির ছাত্রী শারমিন খাতুনের (১৫) সঙ্গে আবু তালহার (২০) বিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাজী কৌশলে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বউয়ের বাবা শহিদুল ইসলাম ও বরের বাবা আবু সাঈদকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।বর ও বউ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে এই অর্থ মুচলেকা নেয়া হয় বলে জানান আনিসুর রহমান।