ভোল পাল্টে এবার মোদির জয়গান রামদেবের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লোকসভা নির্বাচনের মাত্র চার আগে যিনি পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন, তা বোঝে উঠতে পারেননি।

আর এপ্রিলে এসে নিজের অবস্থান বদলে সেই যোগগুরু রামদেব বললেন, ভারতকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করতে হবে। খবর এনডিটিভির।

একই সঙ্গে তিনি এও জানান, প্রধানমন্ত্রী মোদি তার ঘনিষ্ঠ বন্ধু। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর জয়পুর থেকে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার পাশেই ছিলেন যোগগুরু।

তিনি বলেন, আর্থিক ও রাজনৈতিকভাবে আগামী ২০-২৫ বছরের মধ্যে ভারতকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর হাত শক্ত করা প্রয়োজন। তার হাতে দেশ নিরাপদ। সশস্ত্র বাহিনীর জওয়ানদের ভবিষ্যৎ সুরক্ষিত।

এদিকে মনোনয়নপত্র পেশ করার আগে রাজ্যবর্ধন সিং রাঠোরকে প্রণাম করার নির্দেশ দেন রামদেব। তিনি বলেন, যারা যুদ্ধে নামছেন, তাদের এই জিনিসটি করতেই হবে।