সিংড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


সিংড়া (নাটোর) প্রতিনিধি: “আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে” এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় চলনবিলের পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ মার্চ) দুপুরে পৌরসভা কনফারেন্স হলরুমে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।

সভায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় সাহা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস-সাদিক, কলম পরিবেশ ও প্রকৃতি রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন আর রশিদ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, সাংবাদিক শারফুল ইসলাম খোকন প্রমুখ।

উক্ত সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন এবং চলনবিলের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পাখি রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

স/জে