সাপাহারে সড়কে আমের বাজার, যানজটে জনদুর্ভোগ চরমে

প্রদীপ সাহা, সাপাহার:


নওগাঁর সাপাহারে পরিকল্পিত ভাবে আম কেনা বেচার জন্য নির্দিষ্ট কোন বাজার নেই। ফলে সদর রাস্তার দু-পাশে আম কেনা-বেচায় হঠাৎই গড়ে ওঠেছে আমের বাজার।

যার কারণে সড়কে যানবাহন চলাচলসহ পথচারিদের মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

জানায়ায়, উপজেলার রাস্তার দুই পাশে গড়ে ওঠা আড়ৎ ও রাস্তার উপর আম কেনা-বেঁচা করায় প্রায় প্রতিদিন সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত সাপাহার-নওগাঁ সড়কের উপজেলার জিরো পয়েন্ট হতে গোডাউন পাড়া মোড় প্রায় ২ কিলোমিটার পথ যানজটে বন্ধ হয়ে থাকে।এতে ঘন্টার পর ঘন্টা রাস্তার উপর বাস, ট্রাক, ট্রলি, ভুটভুটি,ভ্যান, সাইকেল, মোটর সাইকেল দির্ঘ সময় ধরে রাস্তায় আটকে থাকায় সময় মতো গন্তব্যস্থলে যেতে পারছেন না। এতে করে অসুস্থ্য রোগী ও ডেলীভারী রোগীদের চরম সমস্যায় পড়তে দেখা গেছে। সদরের ওয়ালটন মোড়ে বেশি যানজটের কারণে যেন ভোগান্তির শেষ নেই।

সিমিত আকারে কিছু পুলিশ সদস্য এবং মটরশ্রমিক অফিসের কিছু সদস্য ভলেনটিয়ার হিসেবে কাজ করলেও উপজেলার ৬টি পয়েন্টের সবকটি পয়েন্টে পুলিশ ও ভলেনটিয়ার না থাকায় যানজট বেশি সৃষ্টি হচ্ছে।

উপজেলার ৪মাথা রোডের প্রতিটি পয়েন্টে অন্তত ১জন পুলিশ ও ৪ জন ভলেনটিয়ার মনিটরিং করলে বিশেষ করে অসুস্থ্য রোগী ও পথচারীদের ভোগান্তি কিছুটা হলেও কম হবে।

কর্তৃপক্ষের নিকট যানজট নিরসনে এমনটাই দাবী এলাকার ভুক্তভোগী জনগণ ও সচেতন মহলের।

স/অ