সাপাহারে ঠাণ্ডাজনিত রোগে হাসপাতালে শিশুর সংখ্যা বাড়ছে

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে ঠাণ্ডা ও শীতজনিত কারণে ব্যাপকহারে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বৃদ্ধরা। তবে শিশুরাই এ রোগে বেশী আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিদিন গড়ে ১০-১৫ জন করে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে দেখা গেছে, ৫০ শয্যার হাসপাতালটিতে শয্যা সংকুলান না হওয়ায় অনেক শিশু মেঝেতে বিছানা করে চিকিৎসা সেবা নিচ্ছে। প্রতি দিন গড়ে ১০ থেকে ১৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে বলে হাসপাতালের ইনডোরে কর্তব্যরত চিকিৎসকগণ জানিয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ২৮ জন শিশু ও ৩ জন বৃদ্ধ রোগী ভর্তি রয়েছেন। দিন দিন রোগীর সংখ্যা বৃৃদ্ধি পাওয়ায় পূর্বের রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আগেই তাদেরকে রিলিজ দিয়ে নতুন রোগী ভর্তি করা হচ্ছে বলে রোগীর স্বজনরা জানিয়েছেন।

বছরের শুরুতেই এ পর্যন্ত শতাধিক ডায়রিয়া রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, ‘এটি শীত জনিত একটি ভাইরাস রোগ, শীতের প্রভাব একটু বেশী হলে সাধারণত যেসব শিশু-কিশোর ও বৃদ্ধ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সে ব্যক্তিই এই রোগে আক্রান্ত হয়ে থাকে। ডায়রিয়া নিরোধে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সরকারিভাবে যে সমস্ত ওষুধপত্র সরবরাহে রয়েছে আমরা রোগীদের তার সবই সরবরাহ করছি। তবে শহরের তুলনায় গ্রামাঞ্চলের সাধারণ পরিবারের মা’রা একটু অসচেতন। আর এ কারণে রোগটি গ্রামাঞ্চল এলাকায় তার প্রভাব ফেলেছে।’

স/শা