সাপাহারের কমিউনিটি ক্লিনিক গুলোতে খাবার পানির তীব্র সংকট

সাপাহার প্রতিনিধিঃ

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষে সরকারের মহতি উদ্যোগে কমিউনিটি ক্লিনিক গুলো সাধ্যমত স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। কিন্তু বর্তমানে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে প্রায় ১৫টি ক্লিনিকে নিরাপদ খাবার পানির ব্যবস্থা না থাকায় সেখানে চিকিৎসক ও চিকিৎসা নিতে আসা রোগিরা চরম বিপাকে পড়ছেন।

 

জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৫০হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের লক্ষে কমিউনিটি ক্লিনিকের যথেষ্ঠ ভুমিকা রয়েছে। কিছু কিছু জায়গায় ক্লিনিক শুরুর সময় টিউবওয়েল বসানো হলেও কয়েক দিনের মধ্যে সেগুলি বিকল হয়ে যায়।

 

ফলে ক্লিনিকে আসা রোগী ও রোগীর লোকজনের পানি খাওয়ার প্রয়োজন হলে কষ্ট করে তাদেরকে কাহারো বাড়িতে গিয়ে ধর্না ধরতে হয়। পানি সংকটের কারণে টয়লেট গুলো বন্ধ থাকায় দুর-দুরান্ত থেকে আসা মহিলা রোগিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

 

জরুরী ভিত্তিতে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

স/শ