সোমবার , ২১ মার্চ ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাকিবের পাশে বিসিবি, প্রয়োজন মনে করলে দেশে চলে যাবে: হাবিবুল বাশার

Paris
মার্চ ২১, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ

সাকিব আল হাসান যখন দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলায় ব্যস্ত, তার পরিবারের কয়েকজন সদস্য তখন ঢাকায় হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে সাকিবের মা শিরিন আক্তার ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি। নিউমোনিয়া ও জ্বর নিয়ে একই হাসপাতালে ভর্তি সাকিবের দুই কন্যা ও ছেলে। এ ছাড়া সিএমএইচে ভর্তি ক্যান্সারে আক্রান্ত সাকিবের শাশুড়ি।

স্বাভাবিকভাবেই এমন খবরে বিক্ষিপ্ত হয়ে পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই অলরাউন্ডার। দেশে ফিরে আসার কথা ভাবছেন তিনি। তবে সাকিব এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

হাবিবুল বাশার জানিয়েছেন, ‘সাকিব এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। সোমবার সকালে (বাংলাদেশ সময় দুপুর) ওখানকার অবস্থা বুঝে সাকিব সিদ্ধান্ত নেবে। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঢাকার পরিস্থিতির উপর। যদি প্রয়োজন অনুভব করে তাহলে ফিরে যাবে। পারিবারিক জরু‌রি প্রয়োজনে বিসিবি সব সময়ই সব ক্রিকেটারের পাশে থাকে। ওখানে কতোটুকু রিকোভার করে সেটা জানবে, এরপর সিদ্ধান্ত নেবে।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা