বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সরকার গঠন নিয়ে হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক হাক্কানির

Paris
আগস্ট ১৮, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ

আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যাওয়ার কয়েকদিনের মধ্যে পুরো দেশ দখল করে নিয়েছে তালেবান। গতকাল মঙ্গলবার রাজধানী কাবুলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে তালেবান।

সংবাদ সম্মেলনে বলা হয়, আজকের তালেবান আর ২০ বছর আগের তালেবান নেই। এই তালেবান সম্পূর্ণ ভিন্ন।

এদিকে, আফগানিস্তানে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করেছে তালেবান। এরই অংশ হিসেবে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা।

বুধবার তালেবান কর্মকর্তারা বলছেন, তালেবানের সাথে জড়িত হাক্কানি নেটওয়ার্কের ঊর্ধ্বতন নেতা ও সামরিক কমান্ডার আনাস হাক্কানি সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে কথা বলেছেন।

কাবুলের ওই বৈঠতে আফগানিস্তানের সাবেক সরকারের শান্তিদূত আবদুল্লাহ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে বৈঠকের ছবি ছড়িয়ে পড়েছে, তবে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

যে আনাস হাক্কানিকে ২০১৬ সালে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, তিনি দু’জন শীর্ষ আফগান নেতার সাথে বৈঠক করছেন এই ছবি দেখে তারা বিস্মিত হয়েছেন।

আনাস হাক্কানি, হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান সিরাজুদ্দিন হাক্কানির ছোট ভাই।

হাক্কানি নেটওয়ার্ক আমেরিকার সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত গোষ্ঠী। এই গোষ্ঠী পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় তালেবানের আর্থিক এবং সামরিক সম্পদের দেখভাল করে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক