সবচেয়ে বড় কম্পিউটার চিপ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিন দিন ছোট হয়ে আসছে কম্পিউটার ও স্মার্টফোনের চিপ। অথচ সেই একই সময়ে দাঁড়িয়ে সবচেয়ে বড় চিপ তৈরি করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার চিপটি অন্তত একটি আইপ্যাডের সমান বলে দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান সেরেব্রাস চিপটির ডিজাইন ও প্রকৌশল বিষয়গুলো দেখেছে। প্রতিষ্ঠানটি বলছে, এই চিপ জটিল সব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমস্যারও সমাধান করবে।

একই সঙ্গে এটি বহুমাত্রিক কাজও করতে পারবে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, চিপটির সবচেয়ে ভালো ব্যবহার হবে ডেটা সেন্টারে। চিপটির গুরুত্ব বোঝাতে গিয়ে বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, গত কয়েক বছর থেকে কম্পিউটার চিপ ডে পরিমাণ ছোট ও গতিসম্পন্ন হয়ে আসছে তাতে এত বড় চিপের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

এখন বাজারে থাকা সবচেয়ে ক্ষমতাসম্পন্ন চিপ সর্বোচ্চ ৫০০০ কোরের বা তার কিছু বেশি হতে পারে। কিন্তু সেরেব্রাসের নতুন এই চিপটি অন্তত চার লাখ কোরের। যা একে অন্যের সঙ্গে শক্তিশালী ব্যান্ডউইথে সংযোগ স্থাপন করতে পারে। প্রতিষ্ঠানটি বলছে, চিপটি খুব জটিল বিষয়গুলোকেও সমাধান করার জন্য খুব কাজের হবে।

এমন অনেক ডেটা রয়েছে যেগুলো প্রসেস করতে অন্তত এক মাস সময় লাগে, সেসব ডেটা মিনিটের মধ্যে প্রক্রিয়াজাত করতে পারবে এই চিপ। ইতিমধ্যে মার্কিন স্টার্টআপটি তাদের কিছু গ্রাহকের কাছে চিপটি সরবরাহ শুরু করেছে।

তবে বাণিজ্যিকভাবে কবে নাগাদ এর উৎপাদন শুরু হবে এবং সরবরাহ করা হতে পারে তা জানা যায়নি।