সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত আইভী-সাখাওয়াত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন সামনে রেখে প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

 

প্রতিদিনের মতো আজ বুধবারও সকাল ৮টায় গণসংযোগে নেমে পড়েন বিএনপির মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান। ধানের শীষ প্রতীকের জন্য ভোটারদের কাছে ভোট চাইছেন তিনি। পথে পথে জড়িয়ে ধরে ভোটারদের কাছ থেকে শুভকামনা নিচ্ছেন।

সকাল থেকে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া, ডন চেম্বার ও খানপুর এলাকা চষে বেড়ান সাখাওয়াত হোসেন। ধানের শীষকে গণতন্ত্রের প্রতীক আর সাধারণ মানুষের প্রতীক উল্লেখ করে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে নারায়ণগঞ্জকে সুন্দর শহর হিসেবে গড়ে তোলার সুযোগ দিন।

বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি এবং খুন-গুম, মাদকের বিরুদ্ধে পরিবর্তনের স্লোগান নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের এই স্লোগানকে মানুষ বিশ্বাস করেছে।’

‘অতীতে আমার সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থানের কারণে মানুষ এই স্লোগানকে বিশ্বাস করেছে। প্রথম যে বিষয়, নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা, মাদকমুক্ত করা। এগুলো করার জন্য দরকার নাগরিক ঐক্যের। সেই ঐক্যটা হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা সামাজিক প্রতিরোধ, এগুলোর বিরুদ্ধে তৈরি করা। সেই ধরনের পদক্ষেপ ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি নেব।’

অন্যদিকে নৌকা প্রতীকের জন্য ভোট চাইতে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ৭ নম্বর ওয়ার্ডে হাজির হন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তাঁকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান এলাকাবাসী। তিনি হাতে হাত মেলান ভোটারদের সঙ্গে।

এ সময় ডা. আইভীকে একনজর দেখতে, হাত মেলাতে নারীদের বেশ ভিড় করতে দেখা যায়। আইভী ভোটারদের বলেন, ‘আমি আপনাদের ছিলাম, এবার আবার আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।’

ভোটাররা তাঁর কাছে কী চান, তা তাঁদেরই জিজ্ঞাসা করতে বললেন ডা. সেলিনা হায়াৎ। তিনি বলেন, ‘আমার যে কাজগুলো কনটিনেওয়াস সেগুলো আমি সমাপ্ত করব। আমার কাজগুলো তো অনগোয়িং প্রসেস। ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, মিনিমাম কাজ বাকি আছে। সেগুলো চলমান প্রক্রিয়া। সেই কাজগুলো সমাপ্ত করব।…আমি একটি পরিকল্পিত নগরী গড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ।’

‘পরিকল্পিত বলতে আমি এইটা বোঝাচ্ছি যে এখানে সবুজায়ন থাকবে, খাল-বিলগুলো যেমন ডিএনডি বাঁধের ভেতরে আমাদের জলাবদ্ধতা সবচেয়ে বেশি, পানি উন্নয়ন বোর্ড অলরেডি একটা স্কিম নিয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে আমার প্রধান কাজ হবে এবার জলাবদ্ধতা নিরসন করা।’

এদিকে নির্বাচন সামনে রেখে নগরীজুড়ে এখন উৎসবের আমেজ। গোটা নগরী ছেঁয়ে গেছে পোস্টারে পোস্টারে।

 
প্রতিটি সড়ক, মহল্লার অলিগলিতে মাথার ওপর উড়ছে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের প্রার্থী ও প্রতীকের ছবিসংবলিত সাদা-কালো পোস্টার। এসব দৃশ্যই বলে দেয় নগরী এখন নির্বাচনে মুখরিত।

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরশনের দ্বিতীয় নির্বাচন। মোট চার লাখ ৭৪ হাজার ৫৫৩ ভোটার সেদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সূত্র: এনটিভি