শ্রীলঙ্কায় ইউল্যাবের দুর্দান্ত জয়

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস এ অংশগ্রহণ করা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শ্রীলঙ্কায় নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ইউনিভার্সিটি অব সিডনিকে তারা ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়।

 

৫-৭ সেপ্টেম্বর ২০১৬ শ্রীলঙ্কার কলম্বোতে ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

 

সোমবার (০৫ সেপ্টেম্বর) সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ড মাঠে অস্ট্রেলিয়ার দলটির বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইউল্যাব। ব্যাট করতে নেমে অজিরা ১৮.১ ওভারে অলআউট হওয়ার আগে মাত্র ৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৭৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দলটি ৬.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়। ইউল্যাবের হয়ে ব্যাটে ঝড় তোলা মোহাম্মদ হাসানুজ্জামান মাত্র ২৬ বল মোকাবেলা করে ৫২ রান করেন। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি।

 

রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), বাংলাদেশ; বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস), কলম্বো, শ্রীলঙ্কা; ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া; লাফবার্গ ইউনিভার্সিটি, ইংল্যান্ড; মারাঠাওয়াড়া মিত্র মন্ডল কলেজ অব কমার্স (এমএমসিসি), ভারত; ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব, লাহোর, পাকিস্তান; আসুপল টাকসক্রিকেট ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা; হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

 

স্বাগতিক শ্রীলঙ্কা সহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের এই আটটি বিশ্ববিদ্যালয়ের দল রেড বুল আয়োজিত ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গত ০৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছায়।

 

প্রাইভেট ইউনিভার্সিটি টি-টুয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন ২০১৬ এ চ্যাম্পিয়ন হওয়ায় ইউল্যাব ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ পায়। ২০১২ সালেও ইউল্যাব ঐ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অংশগ্রহণ করেছিল।

সূত্র: বাংলা নিউজ