বাগমারার কৃষক হত্যা মামলায় ১ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় কৃষক আতাবুল হক হত্যা মামলার ঘটনায় একজনের ফাঁসি আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালত-(২) বিচারক জাকিয়া পারভিন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্ত আবু হানিফ প্রামানিক (২৮) জেলার বাগমারা উপজেলার কোনাবাড়িয়া উত্তরপাড়া গ্রামের গ্রামের মকবুল হোসেনের ছেলে।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল সকালে দিকে কোদাল দিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে মাটি কাটছিলেন কৃষক আতাবুল । এ সময় জমিজমার পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ‍মকবুল হোসেনের ছেলে আবু হানিফ প্রামানিক তার ঘাড়ের ডান পাশে কোদাল দিয়ে কোপ মারেন।

 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন বিকেলে নিহতের ছেলে রাকিবুল ইসলাম বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর ওই দিনই পুলিশ আবু হানিফকে গ্রেফতার করে।

 

পর দিন তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতে মামলাটির বিচারকাজ শুরু হয়। মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

 

পরে আজ সোমবার বিকেলে যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আবু হানিফ প্রামানিক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু বাকার।

স/অ