বুধবার , ৭ জুন ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শ্রীলঙ্কাকে সাঙ্গাকারার পরামর্শ

Paris
জুন ৭, ২০১৭ ৩:০৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:ভারতের বিপক্ষে বৃহস্পতিবার বাঁচামরার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা। হারলেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাবে তারা, আর জিতলে বেঁচে থাকবে আশা। এমন পরিস্থিতিতে উতরে যেতে সবটুকু শক্তি দিয়ে খেলার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

প্রথম ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ছাড়া খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। দক্ষিণ আফ্রিকার কাছে ৯৬ রানের হারে শুরু হয় তাদের চ্যাম্পিয়নস ট্রফি। ম্যাচ শেষে তাদের জন্য আরও একটি দুঃসংবাদ শুনতে হয়েছে- স্লো ওভার রেটিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ভারপ্রাপ্ত অধিনায়ক উপুল থারাঙ্গা। গ্রুপ ম্যাচে তাই ফের অধিনায়কত্ব নিয়ে ঝামেলায় পড়েছে শ্রীলঙ্কা।

যদিও ম্যাথুজ জানালেন, বল করতে না পারলেও তিনি ব্যাট করার মতো ফিট। তাই ভারতের বিপক্ষে তিনি ফিরলে অধিনায়কত্ব নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না লঙ্কানদের। তার ফেরাটা হবে শ্রীলঙ্কার জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার।

অবশ্য সাঙ্গাকারা এ দলের উদ্যম দেখে খুশি। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের উপর চড়াও হয়ে আক্রমণ চালাতে পরামর্শ দিলেন সাবেক এ ব্যাটিং গ্রেট, ‘দ্য ওভালে যে তরুণ দলটি খেলবে, ব্যক্তিগতভাবে আমি খুশি। কিন্তু তারুণ্যের সবটুকু উদ্যম দিয়ে তাদের খেলতে হবে।’

তিনি আরও যোগ করেছেন, ‘প্রতিভার বহিঃপ্রকাশ করে দেখাতে হবে তাদের এবং খেলতে হবে ইতিবাচক ক্রিকেট। যদি তারা সেটা করতে পারে তাহলে অঘটন ঘটানোর সুযোগ পাবে। কিন্তু ভারতের বিপক্ষে কাজটা সহজ হবে না।’

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা