শ্রীলংকার বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা, বাদ শাহীন আফ্রিদি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কয়েক দিন পরই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা। আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরফরাজ আহমেদকে অধিনায়ক করে এ স্কোয়াড দিয়েছেন দলটির প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক। তার ডেপুটি করা হয়েছে বাবর আজমকে।

দলে ফিরেছেন আবিদ আলি, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান ও উসমান খান শেনওয়ারি। বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি ও মোহাম্মদ হাফিজ। আর বিশ্বকাপে এ ফরম্যাট থেকে অবসর নেয়ায় নেই অভিজ্ঞ শোয়েব মালিক।

তাদের পাশাপাশি স্কোয়াডে ঠাঁই হয়নি আহমেদ শেহজাদ, উমর আকমল ও ফাহিম আশরাফের। ২০ সদস্যের প্রাথমিক দলে ছিলেন এ ত্রয়ী।

আগামী ২৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা। পরে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই হবে করাচি জাতীয় স্টেডিয়াম। ৫ অক্টোবর গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। শেষ হবে ৯ অক্টোবর। তিনটি ম্যাচই হবে লাহোর স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজে পাকিস্তান স্কোয়াড

সরফরাজ আহমেদ (অধিনায়ক-উইকেটরক্ষক), বাবর আজম (সহঅধিনায়ক), আবিদ আলি, আসিফ আলি, ফখর জামান, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, উসমান খান শিনওয়ারি ও ওয়াহাব রিয়াজ।