শ্রীলংকার অধিনায়কত্ব ছাড়বেন না ম্যাথুজ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলংকার অধিনায়কত্ব ছাড়বেন না এ্যাঞ্জেলো ম্যাথুজ। ইংল্যান্ডের কাছে আরো একবার পরাজিত হলেও অধিনায়কত্ব ছাড়ার কোন ইচ্ছে নেই বলে জানিয়েছেন ম্যাথুজ।

গতকাল শনিবার কার্ডিফে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ওয়ানডেতে ১২২ রানে পরাজিত হয় শ্রীলংকা। এই জয়ের ফলে একটি টাই ও এক ম্যাচে কোন ফল না হওয়ায় পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হয় লংকারনা। এর আগে ২-০ ব্যবধানে তিন টেস্টের সিরিজ হারে ম্যাথুজের দল।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক ইংল্যান্ড। জয়ের জন্য ৩২৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৪৪ বল বাকি থাকতে ২০২ রানেই গুটিয়ে যায় সফরকারী শ্রীলংকা।

চলতি সফরে কেবলমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচে জয় পাওয়া শ্রীলংকার সামনে ম্যাচ জয়ের শেষ সুযোগ থাকছে আগামী মঙ্গলবার সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়া একমাত্র টি-২০ ম্যাচে।

এ বছর ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের আগে টি-২০ এবং ২০১৩ সালে টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্ব গ্রহণ করা ম্যাথুজ বলেন, ‘খারাপ সময়ের ন্যায় এক সময় ভাল সময়ও আসবে।’

দলের নির্ভরযোগ্য ২৯ বছর বয়সী এ অলরাউন্ডার আরো বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমার জন্য ও পুরো দলের জন্য এটা কঠিন সময়। কিন্তু আপনি এ অবস্থায় পালিয়ে যেতে পারেন না।’

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত যে, দিনকে দিন উন্নতি করতে পারলে এই খারাপ অবস্থা থেকে আমরা বেড়িয়ে আসতে পারব।’
‘গত দুই মাস যাবত ব্যাটিং অথবা বোলিং কিংবা ফিল্ডিং আমাদের একই সমস্যায় পড়তে হয়েছে। যার মাশুল প্রতিটি ম্যাচেই আমাদেরকে দিতে হয়েছে। বিশেষ করে ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে আমাদের একটি সঠিক দিন প্রয়োজন। আমরা সেই সঠিক খেলা খেলতে পারিনি এবং তার মূল্য পেয়েছি।’

তবে ভাল খেলার জন্য ইংল্যান্ড দলের প্রশংসাও করেন ম্যাথুজ। তিনি বলেন, তারা আমাদেরকে চাপে রেখেছে এবং নুন্যতম সুযোগও দেয়নি। সকল বিভাগেই আমরা তাদের কাছে পরাস্ত হয়েছি।

গত বিশ্বকাপে ওয়েলিংটনে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড দলকে ৯ উইকেটে হারিয়েছিল শ্রীলংকা। তবে তারপর লংকান দলের দুই ব্যাটিং কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে অবসর নেন।

ইংল্যান্ড দলের উন্নতিতে তিনি বিস্মিত কিনা ? এ প্রশ্নের জবাবে ম্যাথুজ বলেন, ‘কয়েক বছর আগে তাদের অবস্থা আমাদের মত পুনর্গঠন অবস্থায় ছিল এবং তারা পকিল্পনা করেছে, পরিকল্পনা কাজে লেগেছে, এখন ফল পাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বেশ কিছু দিন যাবত তারা চমৎকার ক্রিকেট খেলছে এবং ইংল্যান্ডের বাইরেও তারা এখন খুবই প্রতিদ্বন্দ্বী একুটি দল।’

চলমান ওয়ানডে সিরিজ জয়ের ফলে আইসিসি র‌্যাংকিংয়ের পূর্বের স্থানে অর্থাৎ পাঁচ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট বেড়েছে ইংলিশদের। পক্ষান্তরে পূর্বের অবস্থানে অর্থাৎ ছয় নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট কমেছে লংকার। লাভ হয়েছে বাংলাদেশের।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৮ আর শ্রীলংকার ১০২।