শুক্রবার , ১২ আগস্ট ২০১৬ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ১

Paris
আগস্ট ১২, ২০১৬ ৪:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ বাবু  নামে অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ৮ টায় শিবগঞ্জ থানাধীন দাদনচক ঘাট এলাকার ক্যাটানিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান পরিচালনা করে তাকে আটক  করা হয়।

 

আটককৃত বাবু (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কয়লারদিয়াড় বাজার এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

 

র‌্যাব জানায়, শিবগঞ্জের দাদনচক ঘাট এলাকার ক্যাটানিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এএসপি নুরে আলম এর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী  পিস্তল(মেইড ইন ইউএসএ), একটি  ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

 

এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ-৫০০ টাকা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও র‌্যাব জানায়।

 
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর