শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে বর-ভাবি কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আবারো শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল চাতরা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী মোসা. লিখন খাতুন (১৩)। এসময় বাল্য বিয়ের দায়ে বর ও বরের ভাবি ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, চককীর্তি ইউনিয়নের চাতরা গ্রামের শরিফ উদ্দিনের মেয়ে ও চাতরা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী মোসা. লিখন খাতুনের (১৩) সাথে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুকুরবাড়ি গ্রামের বেলাল উদ্দিনের ছেলে বর আবদুল আলিমের (২৪) বিয়ের আয়োজন করা হয়।

 

বিয়ে উপলক্ষে সকল আয়োজন চলছিল। খবর পেয়ে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করা হয় এবং বর আবদুল আলিম ও বরের ভাবি মোসা. শিউলি বেগমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

উল্লেখ্য, গত শুক্রবার ছয়টি বাল্যবিয়ের দায়ে বরসহ বর-কনের ১১ জন আত্মীয়কে বিশ হাজার টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

স/আর