শিবগঞ্জ সীমান্তে আম গাছের জন্য মারাত্মক ক্ষতিকর ভারতীয় কালর্টার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে আম গাছের জন্য মারাত্মক ক্ষতিকারক ভারতীয় কীটনাশক কালর্টার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাতে শিয়ালমারা সীমান্ত ফাঁড়ির নায়েক আবুল বাশারের নেতৃত্বে একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৬/৬ এস হতে ১০০ গজ বাংলাদেশের ভিতরে আম বাগান থেকে এই কালর্টার উদ্ধার করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসান মুশের্দ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক চোরাকারবারী ভারত হতে মাথায় বস্তা নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি দহল দল দেখে তারা বস্তা ফেলে ভারতের ভিতরে দৌড়ে পালিয়ে যায়।

 

বিজিবি ঘটনাস্থল থেকে ১ লিটারের কসমস (কালর্টার) বিষ ৩৫ বোতল, আধা লিটারের ৫৩ বোতল, ১২৫ গ্রামের তরল বিষ ৯৩ বোতল, ১০০ গ্রামের দানাদার বিষ ২৪৯ বোতল এবং পাউডার বিষ ৫০০ গ্রামের ১১১ টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত কীটনাশকগুলোর আনুমানিক মূল্য ১৯ লাখ ৩২ হাজার টাকা।

স/আর