রামেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রাসিকের মতবনিময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সিটি করপোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার। সকালে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মো. নিযাম উল আযীমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী সদর আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই মহানগরীর চিকিৎসা  সেবাদানকারী সর্বোচ্চ প্রতিষ্ঠান রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নে মহানগরীর সকলের সহযোগিতা একান্ত কাম্য। জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন পরিবেশ সৃষ্টিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি জানান, নতুন অবকাঠামো নির্মাণ, বার্ণ ইউনিট স্থাপন, আইসিইউতে বেড বৃদ্ধি, ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন, এমআরআই মেশিন স্থাপন, নতুন ওটি চালু, সিসি ক্যামেরা ও মাইক সংযোজন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নতুন জনবল ডাক্তার ও নার্স নিয়োগ করা হয়েছে। এর ফলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। দেশের এ বৃহৎ চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানটি রাজশাহীসহ দেশের বিভিন্ন হাসপাতালের চেয়ে উন্নত সেবা প্রদান করছে।
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালের সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতাসহ পরিবেশ উন্নয়নে একযোগে কাজ করতে চাই। জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় নাগরিক সচেতনতা সৃষ্টি করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিবেশ উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন তিনি।  চিকিৎসাকে ব্যবসায়ীক মনোভাব না নিয়ে সেবার মনোভাবে নেওয়ার আহবান জানিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সব ধরনের প্যাথলজিক্যাল টেস্ট স্বল্প ব্যয়ে প্রদান, আইসিইউতে বেড বৃদ্ধি, ঔষধ সরবরাহ নিশ্চিতকরণের আহবান জানান তিনি। চিকিৎসকদের প্রতিটি রোগীকে আপন ভেবে আন্তরিকতার সাথে তাদের সেবা প্রদানের অনুরোধ জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন রামেক কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হাবিব।
মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন কাউন্সিলর বেলাল আহম্মেদ, শাহজাহান আলী, কামরুজ্জামান, মোসা. শাহনাজ বেগম শিখা, মোসা. সামসুন নাহার, রাসিকের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক। মতবিনিময় সভায় রাসিকের প্যানেল মেয়র-২ একেএম রাশেদুল হাসান টুলু, রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. সারোয়ার জাহান ও রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।